
নিজেস্ব প্রতিনিধিঃ চাকরিহারাদের নিয়ে মুখ খুললেন, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, অযোগ্যদের তিন টি তালিকা নাম ও রোল নম্বর ধরে ধরে আগেই হলফনামা আকারে পেশ করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট বালিত করেছে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল। যার ফলে চাকরিহারা হয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেছে এসএসসি।
বৃহস্পতিবার, বৈঠক করে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘আমি ফ্রেশ নিয়োগ প্রক্রিয়াটাই বুঝেছি, যেখানে অন্যরাও আবেদন করতে পারবে। মহামান্য আদালতের নির্দেশে ‘ফ্রেশ সিলেকশন’ কথাটা উল্লেখ রয়েছে। ফলে যাঁরা এখনও আবেদন করেননি তাঁদেরও সুযোগ দেওয়া হোক, এমনটাই বোঝায়। আমরা তাই বুঝেছি। আমাদের আইনজীবীরাও তা বুঝেছেন। এর ব্যাখ্যাটা আরও স্পষ্ট হবে অ্যাপেক্স কোর্টের কাছে।’ অন্যদিকে,বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে যাওয়া চাকরিহারারা কি পরীক্ষায় বসতে পারবেন? এই প্রসঙ্গে সিদ্ধার্থ বলেন, ‘এজ লিমিটের বিষয়টি আমাদের এক্তিয়ারে আসে না। আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই নিয়ে খুব বেশি মন্তব্য করব না।’ তবে সিদ্ধার্থ মজুমদারের বক্তব্যের পরও কিন্তু ধোঁয়াশা রয়েই গেল।