
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি অফিসারদের বিরুদ্ধে চার্জ ফ্রেমের জন্য সরকারি অনুমোদন কবে দেওয়া হবে আজও জানাতে পারল না রাজ্য। রাজ্যের আইনজীবী বলেন, জানুয়ারি মাসে মুখ্য সচিব দায়িত্ব নিয়েছেন। তাকে আর কিছুটা সময় দেওয়া হোক। আর এখন নির্বাচন কমিশনের কর্তারা আসায় তাকে তাদের সঙ্গে ব্যস্ত থাকতে হচ্ছে।রাজ্যের যুক্তি মানতে নারাজ বিচারপতি, তাঁর কড়া মন্তব্যে, আদালতের মনিটর তদন্ত হচ্ছে। এখনও আপনার মুখ্য সচিব ফাইল দেখার সময় পাননি! কবে তিনি দেখতে পারবেন? কবে তার সময় হবে? দু বছর সরকারের সময় হয়নি অনুমতি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার? আপনারা আমাদের বাধ্য করছেন পদক্ষেপ করতে। তিনি বলতে পারছেন না কবে তিনি সেটা দিতে পারবেন। আমরা নির্দিষ্ট ডেট জানতে চাই। আপনি যখন পারছেন না, তাহলে তাকে ডেকে পাঠাই। তিনি এসে বলুন। অজুহাত দেবেন না। আমরা বসে দেখবো, আর আপনারা একটা ফাইল চেপে বসে থাকবেন, এটা ভাববেন না। ২০২২ থেকে এতদিন কি করেছেন আপনাদের মুখ্য সচিবরা। কাল এসে জনাবেন কবে সিদ্ধান্ত নেবেন অনুমতি দেওয়ার ব্যাপারে।