
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য। ফলে বিষয়টি এখন বিচারাধীন। এই পেক্ষাপটে বড় ঘোষণা করল রাজ্যের শিক্ষা দফতর। এপ্রিলের বেতন পাবেন ২৫ হাজার ৭৫৩ জন চাকরি হারারা। বৃহস্পতিবার এমনটাই জানালো শিক্ষা দফতর। তাদের যুক্তি ২৫ হাজার ৭৫৩ জন প্রত্যেকেই এপ্রিল মাস জুড়ে কাজ করেছেন, তাই শ্রম আইন অনুযায়ী তাদের বেতন দেওয়া হবে। শ্রম আইন অনুয়ায়ী কেউ কাজ করলে তার পারিশ্রমিক দিতে হবে। শিক্ষা দফতর সূত্রে খবর, শুধু এপ্রিল নয়, যতদিন পর্যন্ত শীর্ষ আদালতে মামলা চলবে ততদিন চাকরি হারাদের বেতন দেবে শিক্ষা দফতর। প্রসঙ্গত, গত সোমবার ২০১৬ সালের এসএসসির পুূরো প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট।