
বাবলু প্রমাণিক, ওঙ্কার বাংলাঃ তৃণমূল ও বিজেপি সংঘর্ষে এবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনা এলাকার বাসন্তী থানা দু’নম্বর সোনাখালী এলাকায়। উঠেছে বোমা গুলি চালানোর অভিযোগ।
দুর্গাপুজো মিটতেই তৃণমূল বিজেপি সংঘর্ষের জন্য ভয়াবহ হয়ে উঠল। বাসন্তী থানার সোনাখালি এলাকা। সূত্রের খবর , পঞ্চায়েত নির্বাচনের সময় পুরনো বিবাদকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। বুধবার সন্ধ্যায় সেই বিবাদ চরমে ওঠে। ঘটনায় এলাকাতে তৃণমূল বিজেপির সংঘর্ষে গুলি ও বোমা চালানোর অভিযোগ ওঠে অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। তবে এখনোও অবধি কেউ আহত হয়নি এমনটাই জানিয়েছে এলাবাসী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। ঘটনাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য দেবাশিস মন্ডল ও বিজেপি নেতা মিঠুন মন্ডলকে আটক করে তদন্তে বাসন্তী থানা পুলিশ। এ বিষয়ে বাসন্তী বিধায়ক শ্যামল মন্ডল সমস্ত ঘটনা অস্বীকার করে বলেন পারিবারিক ব্যাপার। এর সঙ্গে কোন রাজনৈতিক যোগ নেই