
অনসূয়া সিনহা, দুর্গাপুর : দোরগোড়ায় লোকসভা নির্বাচন. তেড়েফুঁড়ে প্রচারে নেমে পড়েছেন সব দলের প্রার্থীরাই. এবার প্রচারে ঝড় তুললেন বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী সুকৃতী ঘোষাল. দুর্গাপুরের সিটি সেন্টার থেকে ইস্পাত নগরীর দেশবন্ধু ভবন পর্যন্ত পদযাত্রা করেন। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে গিয়ে জনসংযোগও করেন।ইতিমধ্যে দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ প্রচার শুরু করে দিয়েছেন. অপরদিকে, পদ্ম শিবিরে দিলীপ ঘোষও প্রচারে নেমে পড়েছেন জোরকদমে। এবার তাঁদের টেক্কা দিতে লাল পতাকা নিয়ে পথে নেমেছেন বামফ্রন্টের প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষাল। শুক্রবার এবং শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুরের বিভিন্ন এলাকায় জনসংযোগ করবেন বলে জানান তিনি।
কেন্দ্রে এবং রাজ্যে যে সরকার চলছে তার উপর সাধারণ মানুষ আস্থা হারিয়েছে বলে অভিমত প্রকাশ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ সুকৃতী ঘোষালের। পাশাপাশি তিনি বলেন, ‘সম্প্রতি ইনসাফ যাত্রাতে লক্ষাধিক মানুষের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে মানুষ কি চাইছেন। আমরা চাই মানুষের উপর বিশ্বাস রেখে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে’