
সুমন্ত দাশ গুপ্ত, নয়াদিল্লঃ অবশেষে জামিন পেলেন মণীশ সিসোদিয়া। শুক্রবার সকালে তার জামিন আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট । আবগারি দুর্নীতি মামলায় দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল সিবিআই। তবে জামিন দিলেও আপ নেতাকে পাসপোর্ট জমা রাখার নির্দেশ দিয়েছে আদালত।
আবগারি দুর্নীতিতে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি সিবিআই’র হাতে গ্রেফতার হয়েছিলেন দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। একাধিকবার জামিনের আবেদন করলেও তা খারিজ করে আদালত। আবগারি মামলায় সিবিআইয়ের পর ইডির হাতেও গ্রেফতার হয়েছিলেন সিসোদিয়া।
সুপ্রিম কোর্টে তদন্ত কারি সংস্থা জানায়, দিল্লিতে ৩৩৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগে মণীশ সিসোদিয়ার যোগ আংশিকভাবে প্রমাণিত হয়েছে। অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আগামী ছয় থেকে আট মাসের মধ্যেই এই বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। যদি ধীর গতিতে বিচার এগোয় তাহলে ফের জামিনের আবেদন করতে পারেন সিসোদিয়া। অবশেষে এদিন জামিন পেলেন তিনি।
শুক্রবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বি আর গাভাই এবং কেভি বিশ্বনাথন বেঞ্চ মণীশ সিসোদিয়ার জামিন মঞ্জুর করে। আদালতের পর্যপবেক্ষণ, ধীর গতিতে বিচার চলছে, এখন যদি আবার ট্রায়াল কোর্টে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সেটা ন্যায়বিচারের পরিপন্থী হবে। তবে জামিন দিলেও আপ নেতাকে পাসপোর্ট জমা রাখার নির্দেশ দিয়েছে আদালত। সিসোদিয়ার জামিনের খবর প্রকাশ্যে আসতেই মিষ্টি বিতরণ শুরু করেন আপ কর্মী-সমর্থকরা।