
নিজস্ব প্রতিবেদক,কলকাতা : নিম্ন আদালতের বিচারকদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক।
এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির স্মরণাপন্ন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধীকারি। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধীকারি। জানা যাচ্ছে প্রধান বিচারপতির পাশাপাশি কেন্দ্রীয় আইন মন্ত্রীকেও চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, বুধবার ডায়মন্ড হারবারের জেলা জজের একটি চিঠিকে হাতিয়ার করে রাজ্যের বিচারকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধীকারী। এবার এই চিঠিকে হাতিয়ার করে হাইকোটের প্রধান বিচারপতি ও কেন্দ্রীয় আইন মন্ত্রীকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী।