
নিজস্ব প্রতিনিধিঃ ১০ মার্চ ন্যাজাটে সভা করার অনুমতি পেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ন্যাজাট থানার অন্তর্গত আক্রাতলায় শুভেন্দুর সভায় অনুমতি দিল হাইকোর্ট। রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫ টার মধ্যে সভা করার অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। তবে সভা থেকে কোন প্ররচনামূলক কিংবা উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না বলে নির্দেশ বিচারপতি সেনগুপ্তের। সভার অনুমতি না দিয়ে কাকে রক্ষা করতে চাইছেন? রাজ্যকে প্রশ্ন বিচারপতির। শুনানি চলাকালীন বিচারপতি সেনগুপ্ত মন্তব্য করেন সন্দেশখালিতে কোন গোলমাল না থাকায় সেখানে কোনো দিন ১৪৪ ধারাও ছিল না। কিন্তু মামলা করার আগেই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। এটা অস্বীকার করবেন কি করে, রাজ্যের কাছে প্রশ্ন আদালতের।বিকল্প যে জায়গা চিহ্নিত করা হয়েছে সেখানে কোনো গোলমাল নেই। তাই সভা করতে দিতে হবে বলে নির্দেশ আদালতের।