
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা : কাউন্টডাউন শুরু. লোকসভা ভোট শুরু হতে আর মাত্র কটা দিন বাকি. আর ভোট যত এগিয়ে আসছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে হুমকি-হুঁশিয়ারি দেওয়ার বহর. এবার ফের চ্যালা কাঠের নিদান দিলেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের। লোকসভা ভোটের দিন ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা সমর্থকরা চ্যালা কাঠ নিয়ে ভোট কেন্দ্রের বাইরে তৈরি থাকবেন বলেও হুমকি দিলেন স্বপন। ‘গণতন্ত্রে ভোট লুটকে সমর্থন করা যায় না, এবারে দিদির পুলিশ নয় দাদার পুলিশ দিয়েই ভোট হবে’। এভাবেই রীতিমতো হুমকি দিলেন স্বপন মজুমদার। কল্যাণগড়ে বিজেপি কার্যকর্তাদের নিয়ে একটি সভার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই শোনা যায় তাঁর মুখে.