
স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। বড় একটা চমক না থাকলেও চলতি আইপিএলে ভাল পারফরম্যান্সের জেরে সুযোগ পেয়েছেন চাহাল, শিবম দুবে, সঞ্জু স্যামসন। চোট সারিয়ে দলে ফিরেছেন হার্দিকও। সহ অধিনায়কের ভূমিকা পালন করবেন তিনি। বোর্ড সূত্রে খবর, ওপেন করানো হতে পারে কোহলি এবং রোহিত শর্মাকে। তবে গত ওয়ান ডে বিশ্বকাপে টানা ভাল পারফরম্যান্সের পরেও দলে সুযোগ পেলেন না কে এল রাহুল।
অ্যাক্সিডেন্টের পর বিশ্বকাপেই কামব্যাক করছেন ঋষভ পন্থ। দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলতে পারেন রাহুল। ওপেনিং, মিডল অর্ডার এমনকি ফিনিশারের ভূমিকাও পালন করতে দেখা গিয়েছে তাঁকে। তবে এবারের আইপিএলে ভাল ফর্মে রয়েছেন পন্থ। সেদিকটা বিচার করেই দলে নেওয়া হয়েছে পন্থকে। তবে ১৫ জনের দলে সুযোগ পাননি কেকেআর তারকা রিঙ্কু সিং। জায়গা হয়নি শুভমন গিলেরও। তাঁদের রাখা হয়েছে রিজার্ভে। অন্যদিকে, টানা ব্রাত্য থাকার পর অবশেষে বিশ্বকাপের দলে ঠাঁই হয়েছে চাহালের। চলতি আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রয়েছেন তিনি।
বিশ্বকাপের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (কিপার), সঞ্জু স্যামসন (কিপার), হার্দিক পাণ্ডেয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ
রিজার্ভ দল: শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান।