
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: এক সময় যে চা বলয়ে একচ্ছত্র আধিপত্য ছিলো বামেদের।এবারের লোকসভা নির্বাচনে সেই রাজনৈতিক জমি পুনরায় দখল করতে কোমর বেঁধে নেমেছেন বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী শিক্ষক দেবরাজ বর্মন।
সোমবার সকাল থেকেই এই যুব প্রার্থীকে ছুটে যেতে দেখা যায় সদর ব্লকের ভান্ডিগুড়ি চা বাগানের শ্রমিকদের মাঝে।
চা পাতা তোলার ফাঁকেই শ্রমিকেরা তার বক্তব্য শোনে।
চা বাগান শ্রমিকদের মধ্যে ভোট প্রচার করতে আসা সিপিআইএম দলের প্রার্থী দেবরাজ বর্মন বলেন,
আপনাদের অধিকার, ন্যায্য মজুরি সহ অন্যান্য বিষয় নিয়ে যে দল লড়াই করে সেই পার্টির প্রার্থী আমি।