
স্পোর্টস ডেস্ক :বাংলা থেকে ক্রিকেটের উন্মাদনা আরও বাড়াতে আগামী ১৫ মার্চ থেকে হরিনভি তে শুরু হতে চলেছে টেনিস ক্রিকেট টুর্নামেন্ট সংগীত কাপ।।খেলা হবে ৮ ওভারের।খেলবে ১৬ টি দল।ম্যাচ হবে দিবা রাত্রি।চাপিয়ন ৫ ও রানার্স দল পাবে ট্রফি ৩ লাখ টাকা নগদ পুরস্কার।একে কেন্দ্র করে আজ প্রেস ক্লাবে হয়ে গেল ট্রফি ও জার্সি উন্মোচন। প্রাক্তন ক্রিকেটার ও কোচ সম্বরণ ব্যানার্জি,cab পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত মল্লিক সহ বহু মানুষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।সংগঠকদের আসা প্রত্যেকের সহযোগিতিয়া জমে উঠবে তৃতীয় বারের এই টেনিস টুর্নামেন্ট সংগীত কাপ।এছাড়াও একটি চমকপ্রদর নিয়ম রাখা হয়েছে এই সংগীত কাপ টেনিসে। নির্ধারিত কোন একটি ওভারে রান নির্দিষ্ট করে দেওয়া হবে ব্যাটারদের, সেই রান যদি করে ব্যাটিং পক্ষ করে নেয় তবে মোট রানের সাথে দ্বিগুণ্ রান করা হবে, আর যদি না করতে পারে তাহলে অর্ধেক রান মাইনাস করা হবে টোটাল থেকে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরিন্দম ধর, শ্রী গনেশায় নমঃ এন্টারপ্রাইজের ডিরেক্টর
উপস্থিত ছিলেন দীপা ভৌমিক ধর, উপস্থিত ছিলেন সাহেব সিং সন্দীপ রানা রাজিব গুপ্ত এবং নিলেন্দু ত্রিপাঠী।