
অমিত দাস,কলকাতাঃ ট্রেলার সামনে আসার পর থেকেই বিতর্কে জড়িয়েছে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ছবিটি। সনোজ মিশ্র পরিচালিত এই সিনেমা ঘিরে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। আগামী ৩০ আগস্ট মুক্তি পাওয়ার কথা এই সিনেমার। এই ছবি রিলিজের ওপর স্থগিতাদেশ চায়ে হাই কোর্টে দ্বারস্থ হয়েছিল এক ব্যক্তি। এবার রিলিজের আগে বড় রায় দিল হাইকোর্ট।
ওয়েস্ট বেঙ্গল ডাইরির ছবি রিলিজে কোন বাধা নেই, জানাল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি ইউ টিউবে ট্রেলার প্রকাশিত হয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল ডাইরিস’ নামে একটি ছবির। সেই ছবিতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কথা বলা হয়েছে বলে দাবি করেন রাজীব কুমার ঝা বলে জনৈক ব্যক্তি। তার দাবি, ‘ওয়েস্ট বেঙ্গল ডাইরিস’ তে রাজ্য প্রশাসনের সমালোচনা করা হয়েছে। ছবির রিলিজের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দারস্থ হন রাজীব।
প্রধান বিচারপতি গুরুত্বই দিলেন না রাজীব কুমার ঝা আর্জিতে। বৃহস্পতিবার আদালত স্পষ্ট করে জানিয়ে দেয়, বই বা সিনেমা ব্যানের উপর সুপ্রিম কোর্টের অর্ডার আছে। আপনার ইচ্ছে হলে দেখুন না হলে দেখবেন না। আপনাকে কেউ কিছু চাপাচ্ছেন না। গণতান্ত্রিক দেশে এটা স্বাভাবিক।
উল্লেখ্য সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ছবিটির ট্রেলার। তার পর থেকেই বিতর্কে জড়িয়েছে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ছবিটি। সনোজ মিশ্র পরিচালিত এই সিনেমা ঘিরে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। আগামী ৩০ আগস্ট মুক্তি পাওয়ার কথা এই সিনেমার।