
উজ্জ্বল হোড়, জলপাইগুড়িঃ বৃহস্পতিবারের তিস্তা অনেক শান্ত।মঙ্গলবার রাতে তিস্তা নদীর ওপর জারী করা সেচ দফতরের বিপদ সঙ্কেত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কেটেছে প্লাবনের আতঙ্ক।
বুধবার রাত অবদিও ছিল তিস্তার ভয়াল রূপ। আতঙ্কে ভুগছিল এলাকার বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা। তিস্তার সেই ভয়াল রুপ বৃহস্পতিবার আর নেই। আজ তিস্তা আর পাঁচটি দিনের মতোই আপন খেয়ালে বয়ে চলেছে। ঠিক শান্ত জল জনপদের কন্যার মত।
একটানা বৃষ্টি আর বন্যার আশঙ্কায় অনেক পরিবারে সঙ্গে গৃহপালিত পশুগুলোর জোটেনি পর্যাপ্ত আহার, ভোরের আলো ফুটতেই তিস্তা পাড়ের সবুজ মাঠে দেখা যায় গৃহপালিত প্রাণীদের। অপরদিকে তিস্তা সেতু সংলগ্ন এলাকাও আজ অনেকটাই নিশ্চিন্তে। ধীর গতিতে বয়ে চলা তিস্তা নদীর পাড়ে মাছ ও কাঠ শিকারে ব্যাস্ত।
স্বাভাবিক তিস্তা পাড়ের জনপদ। মঙ্গলবার রাত ৯ নাগাদ, তিস্তা নদীর ওপর জারী করা সেচ দফতরের বিপদ সঙ্কেত প্রত্যাহার করে নেওয়া হয়েছে।