
নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ রাজ্যসভা নির্বাচনে নিজেদের প্রার্থীতালিকায় চমক তৃণমূলের। প্রার্থীতালিকা থেকে বাদ গিয়েছেন রাজ্যসভার পুরোনো তিন সাংসদ। শুধুমাত্র নাদিমুল হককেই এবার প্রার্থীতালিকায় জায়গা রয়েছেন। শুধুমাত্র নাদিমুল হককেই এবার প্রার্থীতালিকায় জায়গা দেওয়া হয়েছে। এই নিয়ে তিনবার তিনি তৃণমূলের হয়ে রাজ্যসভায় যাবেন। পুরোনোদের মধ্যে রাজ্যসভায় মনোনয়ন পাননি দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী, আবীররঞ্জন বিশ্বাস ও শান্তনু সেন। রবিবার তৃণমূলের ট্যুইট হ্যান্ডলে প্রার্থীদের নাম জানানো হয়েছে। এবারের রাজ্যসভা ভোটে চার আসনে তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত।