
সুকান্ত চট্টোপাধ্যায়,বারাসাত: জেল থাকা ফিরে আসার পরই রাজ্যের পুলিশ ও সিআইডির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন অপহরণ কাণ্ডে অভিযুক্ত তৃনমূল কাউন্সিলর মিলন সর্দার। সোমবার সকালে তিনি বাড়িতে সাংবাদিক বৈঠক করে সিআইডির বিরুদ্ধে মিথ্যা মামলা ও ব্যক্তিগত সম্মানহানির অভিযোগে করেন।এর জন্য আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দেন মিলন। তার অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ভাবে পরিকল্পনা মাফিক তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। পাশাপাশি প্রশ্ন তুলেছেন রাজ্য পুলিশ ও রাজ্য গোয়েন্দা দপ্তরের কর্তব্যের গাফিলতি নিয়েও।
মিলন সরদার এ দিন নাম না করলেও তার এই জেল যাত্রা ও অপহরণের অভিযোগে গ্রেপ্তার হওয়ার ঘটনার পেছনে তার দলের বেশ কয়েকজন নেতা ও কাউন্সিলর রয়েছেন বলেও অভিযোগ করেন।
উল্লেখ্য পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলার অরবিন্দ নগর এলাকার বাসিন্দা দেবব্রত দে ওরফে দেবু নামে এক ব্যবসায়ীকে অপরনের অভিযোগ ওঠে। খড়দহ থানার একটি আবাসন থেকে সাতজন অপহরণকারী তাকে অপহরণ করে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ সেই সাতজনকে গ্রেফতার করার পর চক্রের মূল পান্ডা হিসেবে মিলন সরদারের নাম উঠে আসে ধৃত অপরাধীদের মুখে। মিলন সরদার এই দলের নেতৃত্ব এবং পান্ডা বলে তথ্য আসে সিআইডির হাতে। তারপরেই মিলন সরদারকে গ্রেফতার করা হয়।