
গোপাল শীল, কাকদ্বীপ:
কাকদ্বীপের সমবায় নির্বাচনে তৃনমূলের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব। শাসক দলের বিরুদ্ধে তীব্র লড়াই শাসক দলেরই অন্য এক গোষ্ঠীর। ফাঁকা মাঠেই ছক্কা মারলো বিরোধীরা।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমবায় গুলিতে নির্বাচন শুরু হয়েছে। বিগত দু’বছর নির্বাচন না হওয়ার কারণে ,কোন কমিটি ছিলনা সম্বায়গুলিতে। এর ফলে সমিতি চালাতে সমস্যায় পড়েছিলেন ম্যানেজার থেকে কর্মীরা ।তার ফল ভোগ করতে হচ্ছিল গ্রাহকদের।
শেষ পর্যন্ত সমবায় দপ্তর নির্বাচন করার নির্ঘন্ট জারি করা হয়। সেই মতো দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ইন্দ্রপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নির্বাচন করা হয় ।
এই নির্বাচনে তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হয় বেশ কিছু বুথে। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ব্যাপক সাফল্য পায় বামেরা।এই কেন্দ্র মোট আসন সংখ্যা ৭৬।ফলাফল ঘোষণার পর দেখা যায় বিরোধীরা পেয়েছে ৪৮ টি আসন।, তৃণমূলের কার্তিক গোষ্ঠী পায় ২৪, নুরো গোষ্ঠী পায় মাত্র ৪ টি আসন । পাথরপ্রতিমায় সমিতিতে তৃণমূলের এই হারে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে এলো বলে মনে করা হচ্ছে।