
জয়নগর,বাবলু প্রামাণিক: নির্বাচনের আগে গুলি চালোনো ও বোমাবাজির ঘটনা ঘটলো দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে। মঙ্গলবার রাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তপন মণ্ডলকে লক্ষ করে গুলি ও বোম ছুঁড়োলো দুষ্কৃতীরা। ঘটনা টি ঘটেছে দক্ষিণ 24 পরগনার জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েত এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে তৃণমূল সদস্য তপন মণ্ডল রাস্তার মোড়ে বসে ভোটার স্লিপ গোছানোর কাজ করছিলেন, অভিযোগ সেই সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ করে গুলি চালায়। কিন্তু গুলি না লাগায় তাকে লক্ষ করে বোমা ছোঁড়া হয়। গুরুতর আহত অবস্থায় তপন মণ্ডলকে জয়নগর নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ