
শান্তনু পান, মেদিনীপুর : একদা গেরুয়া-গড় মেদিনীপুরে এবার উড়লো সবুজ ঝড়. বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সরিয়ে প্রার্থী করা হয়েছিল অগ্নিমিত্রা পালকে. সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে অগ্নিমিত্রাকে পিছিনে ফেলে মেদিনীপুর লোকসভা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিলেন তারকা প্রার্থী জুন মালিয়া. জয়ের পরেই তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ.
পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভা কেন্দ্র তৃণমূল জেতায় বিজয় মিছিল করল দাঁতন দুই ব্লক তৃণমূল কংগ্রেস। সোমবার দাঁতন দুই ব্লকের সবড়াতে ব্লক সভাপতি ইফতেখার আলীর নেতৃত্বে বিজয় মিছিল করা হয়। সবুজ আবির ও বাজনা সহকারে এদিনের মিছিল সাবড়া অঞ্চল পরিক্রমা করে। ব্লক সভাপতির পাশাপাশি মিছিলে নেতৃত্ব দেন দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। একে অপরকে সবুজ আবির মাখিয়ে এদিন বিজয় উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্বরা।
দাঁতন ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেখার আলী বলেন “এই জয় সাধারণ মানুষের জয়. মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জুন মালিয়া বিপুল ভোটে জয়লাভ করায় আমাদের এই বিজয় মিছিল’। পাশাপশি মিছিল থেকেই বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করেছে বলেও দাবি ব্লক সভাপতির।