
শুভাশিস ঘোষঃ জনগর্জন সভার ভাষণের শুরুতেই বিজেপিকে নিশানা দেগে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি যাঁরা ভাঙেন, তাঁরা বাংলা বিরোধী কিনা বলুন? স্বামী বিবেকানন্দকে যাঁরা অপমান করেন, তাঁরা বাংলা বিরোধী কিনা বলুন? যাঁরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানেন না, তাঁরা বাংলা বিরোধী কিনা বলুন? যাঁরা ১০০ দিনের কাজে টাকা বন্ধ করেছেন, তাঁরা বাংলা বিরোধী কিনা বলুন? বিজেপি বাংলা বিরোধী কিনা বলুন?
একই সঙ্গে ভোট ইডি, সিবিআই দেবে না, ভোট দেবেন মানুষ। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। বিজেপির বাবুরা জেনে রাখুন, মানুষের আদালতে বিজেপি হবে বন্দী।
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে বলেন, আমি বিচারপতি নিয়ে কিছু বলব না। আমি শুধু বলব, আগে আমাদের দেশে কেউ যদি চুরি না খুন করত, তাহলে তাঁদের জেলে পাঠাতেন বিচারপতিরা। আর মোদীজির ভারতবর্ষে চোরেরা-খুনিরা উত্তরীয় পরে বিচারপতিদের দলে স্বাগত জানাচ্ছে।
অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে তোপ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো দুর্নীতির কথা বলে গেলেন। তাঁর পাশেই তো সবথেকে বড় দুর্নীতিবাজ বসে আছেন।