
প্রদীপ মাইতি, এগরা:চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বড়সড় জয় পেল রাজ্যের শাসকদল। সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় কার্যত ধরাশায়ী গেরুয়া শিবির। বিরোধীদের খালিহাতেই ফিরতে হল। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের এগরা কৌড়দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৮ টি আসনেই জিতলো তৃনমূল ।এই সমবায় সমিতির মোট ৮ টি আসনের মধ্যে সবকটিতেই জিতলো ঘাসফুল শিবির । জয়লাভ করার পর শাসক দলের পক্ষ থেকে সবুজ আবির মাখিয়ে মিষ্টিমুখ করানো কর্মী-সমর্থক-সহ স্থানীয়দের। জয়লাভের পর এলাকার বিধায়ক তরুণ কুমার মাইতি, জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক, বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা, উপ-প্রধান সঙ্গীতা রায়, বিদ্যাসাগর ব্যাঙ্কের ডিরেক্টর প্রদীপ পাত্র কৃষি উন্নয়ন সমিতির সদস্যেদের অভিনন্দন জানিয়েছেন।