
তামসী রায় প্রধানঃ অন্ধ্রপ্রদেশে দুটি ট্রেনের সংঘর্ষে মৃত্যু ১৩ জনের। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। রবিবার অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলায় ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে । কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে বিশাখাপত্তনম-পালাসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে বিশাখাপত্তনম-রায়গড়া ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। রেল সুত্রে খবর, দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে।
বিশাখাপত্তনম থেকে রায়গড়া ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনেরটি দাঁড়িয়ে পড়ে। তখন তাতে এসে ধাক্কা দেয় পালাসা এক্সপ্রেস। ধাক্কার ফলে প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। ইস্ট কোস্ট রেলওয়ের সিপিআরও বিশ্বজিৎ সাহু জানিয়েছেন, রেল কর্মীদের ‘ভুল’এই দুর্ঘটনা। লোকো পাইলট সিগন্যাল দেখেননি।
পূর্ব উপকূল রেলওয়ের সিপিআরও বিশ্বজিৎ সাহু জানিয়েছেন, ওই লাইনে কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে এবং কোনগুলির যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। সিপিআরও বলেন, মোট ১৮ টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ২২ টি ট্রেন ডাইভার্ট করা হয়েছে।
দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্থদের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে রেল মন্ত্রক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের ১০ লক্ষ, গুরুতর আহতদের ২ লক্ষ এবং সামান্য আহত যারা হয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন প্রক্তন রেল মন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রেলের উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন। মমতা তাঁর X হ্যান্ডলে প্রশ্ন করেছেন, ‘‘কবে ঘুম থেকে জাগবে রেল?’’ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি।