
অমিত কুমার দাস, কলকাতা : জোকা- বিবাদীবাগ মেট্রোরেল প্রকল্পে গাছ কাটার বিরোধিতা করে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মেট্রোরেল প্রকল্পে বহু বছরের পুরোনো গাছ কেটে ফেলা হচ্ছে। বিশেষত ‘কলকাতার ফুসফুস’ ময়দান এলাকায় গাছ কাটার ফলে গোটা শহরের অপুরনীয় ক্ষতি হচ্ছে দাবি করে দায়ের হয়েছিল মামলা। ৭০০ র বেশি গাছ কাটা হয়েছে যা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছিল একটি বেসরকারি সংগঠন। কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন সেই মামলা খারিজ করে দিলেন।