
ওঙ্কার ডেস্ক:শান্তিপূর্ণ ভাবে ভোট পর্ব মিটলেও ভোট গণনার আগেই ফের অশান্ত হয়ে উঠলো ভাটপাড়া। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি উমা শঙ্কর সিংয়ের বাসভবনের সামনে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। জানা গেছে ভাটপাড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আটচালা বাগান রোড এলাকায় গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা বোমা ছুড়ে পালিয়ে যায়। যা নিয়েই ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। নির্বাচন কমিশনকে তিনি জানিয়েছেন ভোট গণনার দিন যতই এগিয়ে আসছে ততই মানুষকে ভয় দেখাতে তৃণমূল দুষ্কৃতীরা নানান পন্থা অবলম্বন করছে । বোমাবাজির ঘটনা নিয়ে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন আমি পুলিশ প্রশাসনের কাছে বলব আপনারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করার ব্যবস্থা করুন না হলে এর পাল্টা প্রতিরোধ তৈরি হলে তখন সামাল দিতে পারবেন না।