
শেখ এরশাদ,মানিকতলা: লোকসভা ভোট মিটতে না মিটতেই উপনির্বাচনের তোড়জোড় শুরু। অনেক জায়গাতেই উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা চলছে। মানিকতলা বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডের সমর্থনে দেয়াল লিখন প্রচার শুরু হয়েছে। উল্টোডাঙার মুচিবাজার হরিশ নিয়োগী রোডে হচ্ছে এই দেয়াল লিখন । ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে দেয়াল লিখছেন।