
স্পোর্টস ডেস্ক :বেঙ্গালুরু টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করলেও, দিনের শেষ বলে আউট হয়ে গেলেন বিরাট কোহলি। ফলে তিনি যেমন হতাশ হয়ে মাঠ ছাড়লেন, তেমনই ভারতীয় শিবিরও হতাশ। এদিনই টেস্ট ক্রিকেটে ৯,০০০ রান পূর্ণ করেন বিরাট। তিনি চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৯,০০০ রান পূর্ণ করলেন। কিন্তু তিনি এদিন অপরাজিত থাকতে পারলেন না। ১০২ বলে ৭০ রান করে গ্লেন ফিলিপসের বলে টম ব্লান্ডেলকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান বিরাট। তিনি আটটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। বিরাট আউট হয়ে যাওয়ায় বেঙ্গালুরু টেস্ট ম্যাচের তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ২৩১। নিউজিল্যান্ডের চেয়ে এখনও ১২৫ রানে পিছিয়ে ভারত। দিনের শেষে ৭০ রান করে অপরাজিত সরফরাজ খান। তিনি এখনও ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ৫২ রান করে আউট হয়ে যান। অপর ওপেনার যশস্বী জয়সোয়াল ৩৫ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে জোড়া উইকেট নেন আজাজ প্যাটেল। অপর উইকেট নেন ফিলিপস।