
স্পোর্টস ডেস্ক :একদিনের ক্রিকেটে বিরাট কোহলির বিশ্বরেকর্ড। একদিনের ক্রিকেটে ৫০ টি শতরান করে শীর্ষে বিরাট। সচিনের ৪৯ তম শতরান স্পর্ষ করেছিলেন ইডেনে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১৭ রানের ইনিংস খেলে এবার সচিনকেও টপকে গেলেন বিরাট। মাঠে হাজির ছিলেন সচিন । বিশ্বরেকর্ড করা বিরাটকে হাততালি দিয়ে অভিনন্দন জানালেন সচিন তেন্ডুলকর। এদিন তিনি এক্স সাইটে লেখেন,আমার সেই দিনের কথা মনে পড়েে যাচ্ছে। প্রথমদিন সতীর্থদের মজার শিকার হয়ে ড্রেসিং রুমে আমায় প্রণাম করতে এসেছিল। আজ সেই ছেলেটা অনেক বড় প্লেয়ার হয়ে গিয়েছে! বিরাটের এই সাফল্যে আমি সত্যই খুশি।সে দিন সতীর্থরা মজা করে তোমায় আমার কাছে পাঠিয়েছিল। বলেছিল, ড্রেসিং রুমে এসে আমায় প্রণাম করতে হবে। আমি সেদিন হেসেছিলাম। তার কিছুদিনের মধ্যেই তুমি আমার মনও ছুঁয়ে ফেলেছিলে। আমি খুব খুশি যে সেদিনের সেই ছোট ছেলেটা আজ বিরাট একজন ক্রিকেটারে পরিণত হয়েছে।”