
স্পোর্টস ডেস্ক :সচিন তেন্ডুলকর ওডিআই ক্রিকেটে ৪৯টি শতরান করেছিলেন। চলতি ওডিআই বিশ্বকাপের রাউন্ড রবিন পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার সময় ৪৯ তম শতরানটি সম্পূর্ণ করেছিলেন বিরাট কোহলি। এরপর সেমিফাইনালের মঞ্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের ৫০ তম শতরানটি সম্পূর্ণ করলেন এই অভিজ্ঞ ভারতীয় ব্যাটার।
বিরাট কোহলির ৫০ তম শতরানের পর তাকে শুভেচ্ছা জানান সচিন তেন্ডুলকর। এরপর বিরাট কোহলি নিজের বক্তব্য জানান।
প্ৰথম ইনিংসের পর বিরাট কোহলি বলেন, “এটি একটি ভালো অনুভূতি। মহান ব্যক্তি একটু আগে আমাকে অভিনন্দন জানিয়েছেন। এটা স্বপ্নের মত মনে হচ্ছে, খুব ভালো লাগছে যে এটা সত্যি হয়েছে। আমাদের জন্য এটি বড় ম্যাচ এবং আমি ভূমিকা পালন করেছি যাতে আমার চারপাশের ছেলেরা এসে নিজেদের প্রকাশ করতে পারে। আমি আগেও বলেছিলাম, আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমার দলকে জেতানো। এই টুর্নামেন্টে আমাকে একটি ভূমিকা দেওয়া হয়েছে এবং আমি ভালোভাবে সেটি পালন করার চেষ্টা করছি। এটাই ধারাবাহিকতার চাবিকাঠি- পরিস্থিতি অনুযায়ী খেলুন এবং দলের হয়ে খেলুন। ৫০টি শতরান একটি স্বপ্নের জিনিস। সচিন পাজি সেখানে দাঁড়িয়ে ছিলেন। এটা প্রকাশ করা আমার জন্য খুবই কঠিন। আমার জীবনসঙ্গী, আমার নায়ক – তারা এখানে বসে আছে। আর ওয়াংখেড়েতে ভক্তরাও রয়েছেন। ৪০০ রান পাওয়াটা আশ্চর্যজনক; শ্রেয়সকে অনেক কৃতিত্ব দিতে হবে। কেএল শেষটা খুব ভালোভাবে করেন।”বিরাট কোহলির শতরানের পর এক্সে সচিন তেন্ডুলকর লেখেন, “প্রথমবার যখন আমি ভারতীয় দলের সাজঘরে তোমার সাথে দেখা করেছিলাম, বাকি সতীর্থরা তোমার সাথে মজা করেছিল যে তোমাকে আমার পা ছুঁতে হবে। সেদিন আমি হাসি থামাতে পারিনি। কিন্তু শীঘ্রই, তুমি তোমার আবেগ এবং দক্ষতা দিয়ে আমার হৃদয় স্পর্শ করেছিলে। আমি খুব খুশি যে সেই যুবকটি বড় হয়ে ‘বিরাট’ খেলোয়াড় হয়েছে।”
তিনি যোগ করেছেন, “একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, আমার জন্য এর থেকে বেশি খুশির আর কিছু হতে পারে না এবং তুমি এটি সবচেয়ে বড় মঞ্চে করেছ – বিশ্বকাপের সেমিফাইনালে – এবং আমার হোম গ্রাউন্ডে, এটি মুহূর্তটিকে আরও বিশেষ করে দিয়েছে