
নিজস্ব প্রতিবেদকঃ শনিবার আবার বঙ্গে বৃষ্টির আভাস। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পুর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমের মতো জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে। বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।