
তামসী রায় প্রধান, ওঙ্কারঃ মাঘ মাসে ভোল বদলাচ্ছে আবহাওয়া। সকালের দিকে কুয়াশার দাপট। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। মৌসম ভবন সূত্রে খবর, কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে আরও দুদিন। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে কোথাও কোথাও। বাংলার উত্তরের পাহাড়ে বৃষ্টি পাতের সম্ভবনা। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে কোনও কোন জায়গায়।
মৌসম ভবন সূত্রের খবর, দিল্লিতে সকাল ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের কোন জায়গায়। সোমবার পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকবে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লী ও উত্তরপ্রদেশের কিছু অংশ। পশ্চিমী ঝঞ্ঝায় প্রভাবে বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বিহার, ওড়িশা ও ঝাড়খন্ডে ঘন কুয়াশার সতর্কতা বার্তা জারি করেছে আবহাওয়া দফতর।