
তামসী রায় প্রধানঃ আগামী তিন দিন ৪৫ থেকে ৪৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস মৌসমের। চলতি মাসে নেই বৃষ্টির সম্ভাবনা। সানবার্ন, হিটস্ট্রোকের সম্ভাবনা ক্রমশ বাড়ছে, সাধারণ মানুষকে আরও সতর্ক হতে বলছেন আবহাওয়াবিদরা।
রাজ্যে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। তীব্র গরম আরও কিছু দিন চলবে। ইতিমধ্যে গোটা পশ্চিমবঙ্গে তাপ্প্রবাহ ভয়াবহ আকার নিয়েছে। আজ আলিপুর আবহাওয়া অফিস আগামী ১ মে পর্যন্ত গোটা রাজ্যে তাপপ্রবাহ চলবে বলে সতর্কতা জারি করেছে।
লাল সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গের দুই পাহড়ি জেলা বাদে সর্বত্ত তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সেই সঙ্গে গরম ও আর্দ্র থাকার জন্য সতর্কতা জারি করা হয়েছে।
মৌসম ভবন সূত্রে খবর, ‘পূর্ব ভারতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওডিশাতে হিটওয়েভ মারাত্মক আকার ধারণ করেছে। আগামী তিন দিন ৪৫ থেকে ৪৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস মৌসমের। আইএমডি পক্ষ থেকে হিটওয়েভের কবলে পড়া রাজ্যগুলির জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সানবার্ন, হিটস্ট্রোকের সম্ভাবনা ক্রমশ বাড়ছে, সাধারণ মানুষকে আরও সতর্ক হতে বলছেন আবহাওয়াবিদরা। বুধবারের পর ওডিশা, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রে তাপ মাত্রা থাকবে ৪২ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে।
এদিকে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, নিম্ন স্তরে প্রধানত শুষ্ক পশ্চিম থেকে উত্তর পশ্চিমী বায়ু এই অঞ্চলে অব্যাহত রয়েছে এবং শক্তিশালী সৌর দ্রবণের কারণে ২৭ এপ্রিল – ০১ মে এর মধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপ তরঙ্গের অবস্থা প্রবল হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাগুলিতে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের অবস্থা থাকবে। পূর্ব মেদিনীপুর, নদীয়া, বাঁকুড়া, হুগলি, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম জেলাতেও তাপপ্রবাহের অবস্থা অব্যাহত থাকবে।