
ওঙ্কার ডেস্ক – শীতের শেষ আধ্যায়েও রাজ্যে কুয়াশার দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝিতেই বিদায় নিতে চলেছে শীত। তবে আগামী সপ্তাহে সামান্য পারদ পতনের সম্ভাবনা রয়েছে।
সোমবার উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে নতুন পশ্চিমী ঝঞ্ঝা। রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এখনও ৪-৬ ডিগ্রি বেশি রয়েছে। শীতের আমেজ কিছুটা থাকলেও, ক্রমশ বাড়বে উষ্ণতা। সর্বোচ্চ ও সর্বনিম্ন উভয় তাপমাত্রাই স্বাভাবিকের ওপরে থাকবে। রাজ্যের বিভিন্ন জেলায় কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায়ও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এছাড়া, বাকি জেলাগুলিতে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের ছয় জেলাতেও কুয়াশার দাপট বজায় থাকবে। সোমবারও দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৪-৫ দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েক দিনে ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।