
নিজস্ব প্রতিনিধিঃ সোমবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। আবহাওয়ার পূর্বাভাসে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে থেকে থেকে। তবে ঝড়ো বাতাস খুব জোরে বইবে না। উত্তরে হওয়ার পূর্বাভাস রয়েছে ঘন্টায় ন কিলোমিটার থেকে 15 কিলোমিটার এর মধ্যে। আশেপাশের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। সকালের দিকে তাপমাত্রা ২৮ থেকে ২৯ ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে ঘোরাফেরা করছে। তবে পরে তাপমান যন্ত্রের পারদ বারবার সম্ভাবনা রয়েছে যদি না ঝড়-বৃষ্টি খুব জোরালো হয়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকবার সম্ভাবনা দেখা দিয়েছে । অক্ষরেখা রয়েছে বিদর্ভ থেকে কেরালা পর্যন্ত। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। বৃহষ্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বেশি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। দশ জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস।