
ওঙ্কার ডেস্ক: বৃষ্টি চলছে রাজ্যের জেলায় জেলায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত সেই আবহাওয়াই বজায় থাকবে। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে রাজ্যের একাধিক জেলায়। শুক্রেও ভিজতে পারে দক্ষিণবঙ্গ। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি, আবার কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলায়। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। শনিবার ও রবিবারও ভিজতে পারে দক্ষিণবঙ্গ। তবে সোমবার থেকে আবারও আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহ থেকে ক্রমশ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছুদিন।