
ওঙ্কার ডেস্ক: কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। যার কারণে কিছুটা হলেও কমেছে তাপমাত্রা। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এইবার বদলাবে আবহাওয়া। সোমবার থেকেই তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। পাশাপাশি এদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। দক্ষিণবঙ্গে কমেছে বৃষ্টির দাপট। সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের নদীয়া ও মুর্শিদাবাদে। বাকি সব জেলাতেই শুকনো থাকবে আবহাওয়া বলে জানাচ্ছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে। আগামী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।