
নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন মামলাতেও গ্রেফতার করেছে সিবিআই। এরপর তাঁর রেজিস্ট্রেশন বাতিল কেন করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে সেই সিদ্ধান্ত নেওয়া হল। বৃহস্পতিবার বাতিল হয়ে গেল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন। সুতরাং আর চিকিৎসক নন তিনি।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন আগেই সন্দীপ ঘোষের সদস্যপদ বাতিল করেছিল। তাঁকে সাসপেন্ডও করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। সিবিআই গ্রেফতার করার আগে তাঁকে শো-কজ করে ছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। কিন্তু এতদিনেও তার কোনও উত্তর দেননি সন্দীপ। অবশেষে বুধবারই বৈঠকে করে তাঁর রেজিস্ট্রেশন বাতিল করল পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্ত সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হল।
ঠিক কী কী ধারায় সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে সেটা স্পষ্ট করে দিয়েছে বিজ্ঞপ্তি জারি করে জনিয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। মূলত শোকজ নোটিসের জবাব না দেওয়াকেই প্রাধান্য দিয়েছে কাউন্সিল।