
গোপাল শীল,কাকদ্বীপঃ বুধবারের পর বৃহস্পতিবারও কাকদ্বীপ হাসপাতালে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরুপাক্ষ বিশ্বাসের বদলির প্রতিবাদে সবর সাধারণ মানুষ। সকাল থেকেই চলছে বিক্ষোভ। স্লোগান আর পোস্টারে ছয় ছলাপ গোটা কাকদ্বীপ।
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতলে বদলির প্রতিবাদে সরব দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের নাগরিক সমাজ। বুধবার থেকে কাকদ্বীপ জুড়ে বিরুপাক্ষ বিশ্বাসের বদলির প্রতিবাদে দফায় দফায় চলে বিক্ষোভ। আজ বৃহস্পতিবার বিরুপাক্ষ বিশ্বাসের বদলির প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে নাগরিক সমাজ। সকাল থেকেই থমথমে কাকদ্বীপ মহকুমা হাসপাতাল চত্বর। কাকদ্বীপ হাসপাতালের মূল গেট থেকে শুরু করে কাকদ্বীপে বাড়ির দেওয়াল, বিভিন্ন দোকানের দেয়াল জুড়ে নজরে পড়ছে একটাই পোস্টার। সেই সকল পোস্টারে জ্বলজ্বল করছে একটাই লেখা কাকদ্বীপ হাসপাতালে বিরুপাক্ষ বিশ্বাসের বদলির সিদ্ধান্ত মানছি না মানবো না। আবার কোথাও লেখা রয়েছে কাকদ্বীপ বাসী দিচ্ছে ডাক বিরুপাক্ষ নিপাত যাক। বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে চলছে স্লোগানিং।
কাকদ্বীপ হাসপাতালের মূল গেটের সামনে সিপিআইএমের পক্ষ থেকে শুরু হয়েছে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি।