
সায়ন মাইতি, খড়্গপুর:এবারে খড়্গপুরে পড়লো ‘বাংলায় বিকল্প রাজনীতি’ পোস্টার।কলকাতা, কোচবিহারে এই পোস্টার আগেই দেখা গিয়েছে। এই পোস্টারকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে, এবারে সেই পোস্টার দেখা গেল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের গিরি স্টেশন সংলগ্ন এলাকায়।এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, সোমবার পর্যন্ত কোন পোস্টার ছিল না ।রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রসঙ্গত ,এর আগে কলকাতার বিভিন্ন স্থানের পাশাপাশি উত্তরবঙ্গের জেলা কোচবিহারেও দেখা গিয়েছিল ‘বাংলায় বিকল্প রাজনীতি’ পোস্টার। শুরু হয় রাজনৈতিক জল্পনা। তবে গোটা ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি।