
অমিত দাস, ওঙ্কার বাংলাঃ জুনিয়র ডাক্তারদের দ্রোহের কার্নিভাল আটকাতে কলকাতা পুলিশ ১৬৩ ধারা জারী করলে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস। মঙ্গলবার বিচারপতি রবি কিষান কাপুরের বেঞ্চের দুপুর দুটোয় শুনানির সম্ভাবনা রয়েছে।
আরজি কর কান্ডের ন্যায় বিচার চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনরত ডাক্তাররা। আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। অনশনরত জুনিয়র ডাক্তারদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চার জন জুনিয়র ডাক্তার হাসপাতলে চিকিৎসাধীন। মঙ্গলবার কলকাতায় পুজো কার্নিভাল রয়েছে। পাশাপাশি ডাক্তারদের পক্ষ থেকে দ্রোহের কার্নিভালের ডাক দেওয়া হয়েছে। মুখ্য সচিব আগেই ডাক্তারদের ইমেইল করে দ্রোহের কার্নিভাল বাতিল করার কথা বলেছিলেন। কলকাতা পুলিশ ছাড়পত্র দেয়নি জুনিয়র ডাক্তারদের দ্রোহের কার্নিভালের। তবে তবে ডাক্তাররা সব জানিয়ে দিয়েছে, তারা কার্নিভাল কর্মসূচি করবেই। কলকাতা পুলিশ এই বিষয়ে ১৬৩ ধারা জারি করলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধিরা। দ্রুত শুনানির আবেদন চেয়ে টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। সেই আবেদন মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি। মঙ্গলবার বিচারপতি রবি কিষান কাপুরের বেঞ্চে দুপুর দুটোর সময় শুনানির সম্ভাবনা রয়েছে।