
ওংকার বাংলার প্রতিবেদন :সোমবার সকালে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটির পেছনে ধাক্কা মারে একটি মাল ট্রেন।
এখন পর্যন্ত কোনো মৃতুর খবর না আসলেও বহু যাত্রীর আহত হবার খবর পাওয়া যাচ্ছে।
ইতোমধ্যেই রেল এবং রাজ্যে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরা দূর্ঘটনা স্থলে পৌছে উদ্ধার কার্য তদারকী করছে।
এই দুর্ঘটনার ফলে এই মুহূর্তে ব্যাহত হয়েছে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ ব্যাবস্থা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনায় গভীর উদ্যোগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন এস পি, ডি এম ছাড়াও মেডিকেল টিম ঘটনাস্থলে রওনা হয়ে গিয়েছে। আপৎকালীন তৎপরতায় উদ্ধার কার্য চলছে।