
নিজস্ব প্রতিনিধিঃ ১৩ বছরের পরিচারিকাকে মারধর থেকে কুকুরের কামড় খাইয়ে ঘরে আটকে রাখার মতো অত্যাচার চালানোর অভিযোগ উঠল মালকিন ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সেক্টর ৫৭-এ।
কিশোরীকে উদ্ধারের পর তার বয়ান শোনার পর চমকে উঠেছে মহিলা পুলিশ কর্মীরা। জানা গিয়েছে, কিশোরীকে প্রায়শই লোহার রড ও হাতুড়ি দিয়ে মারধর করতেন মালকিন। তার দুই ছেলে মেয়েটিকে নগ্ন করে অশ্লীল ভিডিও রেকর্ড করত। এমনকী, গোপনাঙ্গ স্পর্শ করত তারা। শুধু তাই নয়, বাড়ির কুকুরকে দিয়ে কামড়ানো হয়েছিল মেয়েটিকে। অভিযোগ, ৪৮ ঘণ্টা মাত্র একবার খেতে দেওয়া হত। সে যাতে কাউকে কিছু না জানাতে পারে তাই মুখ সেলোটেপ দিয়ে আটকে রাখা হত।
পুলিশ সূত্রে খবর, বিহারের বাসিন্দা ওই কিশোরী গত জুন মাস থেকে শশী শর্মা নামে এক মহিলার বাড়িতে পরিচারিকার কাজ করত। শেষ বন্দি করা হয়েছিল একটি ঘরে। পরে পুলিশের চেষ্টায় উদ্ধার করা হয়েছে তাকে। অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যে পকসো-সহ একাধিক ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ।