
স্পোর্টস ডেস্ক :এবারের আইপিএল ২০২৪ এর নিলামের আসর বসবে দুবাইতে। ১৫-১৯ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে আইপিএল নিলাম। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম হওয়ার কথা ৯ ডিসেম্বর। তার ভেনু অবশ্য এখনও ঠিক হয়নি। যদিও তা ভারতেই হওয়ার কথা। এখনও অবধি বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনও ফ্র্যাঞ্চাইজিকেই আইপিএলের নিলামের বিষয়ে কিছু জানানো হয়নি। চব্বিশের আইপিএলের জন্য অবশ্য মেগা নিলাম হওয়ার কথা নেই। বরং হবে মিনি নিলাম। তা হওয়ার কথা ১৮-১৯ ডিসেম্বর২০২৪ সালে ভারতে লোকসভা নির্বাচন রয়েছে। এছাড়া আগামী বছরের ২২ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত আইপিএল অনুষ্ঠিত হতে পারে। সেই আইপিএলও দুবাইতে হতে পারে। কারণ ২০২৪ এর মে মাসে লোকসভা নির্বাচন হওয়ার কথা। তবে ফ্রাঞ্চাইজিরা চাইবেন প্রথম দিকের কিছু ম্যাচ ভারতে হয়ে পরের দিকের ম্যাচ বিদেশে যাক। তবে বোর্ড সেই কথা শুনবে কিনা সেটাই বড় প্রশ্ন।