
ওঙ্কার ডেস্কঃ * আধার কার্ড
* কাদের বাতিল হচ্ছে আধার কার্ড? হলফনামা দিয়ে জানাল কেন্দ্র।।
* যে সব বিদেশি নাগরিক এ দেশে থাকার জন্যে পর্যাপ্ত তথ্য দিচ্ছেন না, তাদের আধার বাতিল হচ্ছে।
* দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পর্যাপ্ত নথি ছাড়া বেআইনি ভাবে থেকে যাওয়া বিদেশী নাগরিকদের জন্যে।
* আধার ডেটাবেস থেকেই শনাক্ত করার কাজ করা হচ্ছে।
* যারা বেআইনি ভাবে আছেন তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়াও করা হচ্ছে।
* জাল নথি দিয়ে যারা আধার কার্ড বানিয়ে দেশে রয়ে গিয়েছে তাদের খোঁজার কাজ চালাচ্ছে দেশের গোয়েন্দা বিভাগ।
* আধার কার্ড বাতিল করা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা।