
নিজস্ব প্রতিনিধিঃ রাষ্ট্রসঙ্ঘের যুদ্ধবিরতির প্রস্তাবে ভারত সমর্থন না করায় মোদী সরকারকে বিঁধেছেন বামেরা। যে প্রস্তাবে সমস্ত ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করা হয়েছে, বন্দিদের নিঃশর্ত মুক্তির কথা বলা হয়েছে সেখানে মানবিক কারণে যুদ্ধবিরতির আহ্বান জানাতে ভারতের আপত্তি কোথায়! প্রশ্ন তুলেছে বামেরা। বামেদের বড় শরিক CPIM এর দাবি, চিরাচরিত অবস্থান বদলে নিয়ে প্যালেস্তাইনের অধিকারের পাশ থেকে ভারত কার্যত সরেই এসেছে। এর বড় কারণ হিসাবে তুলে ধরা হয়েছে আদানি গোষ্ঠীর স্বার্থ? বলে দাবি বামেদে। তাদের দাবি, আদানি গোষ্ঠীর স্বার্থ দেখেই ভারতের বিদেশনীতি নির্ধারিত হচ্ছে? বামেদের আরও দাবি, ইজরায়েলে আদানি গোষ্ঠীর বিনিয়োগ ক্রমশ বেড়েছে গত কয়েক বছরে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হয়েছে ইজরায়েলের অন্যতম বড় বন্দর হাইফা পোর্ট আদানি গোষ্ঠী কিনে নেওয়ায়। এ বছরের জানুয়ারিতেই আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকনমিক জোন লিমিটেড ১২০ কোটি ডলারে হাইফা বন্দর কিনে নিয়েছে। স্থানীয় একটি লজিস্টিক সংস্থা গ্যাডটের সঙ্গে যুক্ত হয়ে এই বন্দর কিনেছে তারা। আদানিদের অংশীদারি ৭০ শতাংশ। ভূমধ্যসাগরে এই বন্দর আদানিদের হাতে হস্তান্তরের অনুষ্ঠানে হাজির ছিলেন স্বয়ং ইজরায়েলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাই আদানি গোষ্ঠীর স্বার্থ রাষ্ট্রসঙ্ঘের যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন করেনি কেন্দ্রের বিজেপি সরকার।