
ওঙ্কার ডেস্ক : ১৬ দিন পার. আর জি করকাণ্ডে এখনও অধরা বহু প্রশ্নের উত্তর. এবার এ নিয়ে সরব হলেন অধীর রঞ্জন চৌধুরী. তদন্ত প্রক্রিয়াকে বিপথে চালিত করা হচ্ছে না তো? প্রশ্ন কংগ্রেস নেতার.
‘পুলিশ দফতর আপনার, স্বাস্থ্য দফতার আপনার, আপনি ব্যর্থ হয়েছেন’. মুখ্যমন্ত্রীকে তোপ অধীরের. পাশাপাশি তিনি বলেন, ‘এটা নিছকই খুন-ধর্ষণের ঘটনা নয়. তৃণমূলের বহু নেতা আর জি করের বড় বড় পদে রয়েছেন. আরও গভীরে গিয়ে বিষয়টি খতিয়ে দেখতে হবে’. তবে কি, আর জি করকাণ্ডে তৃণমূল যোগ দেখছেন অধীর, বাড়ছে জল্পনা.
উল্লেখ্য, আর জি করের ঘটনায় তোলপাড় গোটা দেশ. ঠিক কী ঘটেছিল মৃতা চিকিৎসকের সঙ্গে, শুধু কি সঞ্জয় না আরও কেউ রয়েছে এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে, সেমিনার হলেই কি খুন করা হয়েছে পড়ুয়া ডাক্তারকে, এই প্রশ্নগুলিরই উত্তর খুঁজছে সিবিআই.