
সোমনাথ মুখোপাধ্যায়ঃ দোরগোড়ায় লোকসভা নির্বাচন! তার আগে ব্রিগেড সমাবেশের ডাক দিল আগে বাংলার শাসকদল তৃণমূল। দলের সর্বভারীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে এই খবর জানিয়েছেন। পোস্টারে লেখা হয়েছে, ‘জনগর্জন সভা’। সঙ্গে ক্যাপশান ‘খেলা হবে।’ পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে।
তৃণমূল সূত্রের খবর, সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও প্রধান বক্তা হিসেবে থাকার কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের এই ব্রিগেড সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।