
শংকর সেনগুপ্ত, আলিপুরদুয়ারঃ সরকারি জলের ট্যাংকে পাইপ লাগিয়ে বাড়িতে জল নিয়ে যাওয়ার অভিযোগে সরগরম শালকুমার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায়।
বিগত ইংরেজি ২০২৩-২৪ আর্থিক বছরে শালকুমার ১ নং গ্রাম পঞ্চায়েতের 15th Fc ফান্ডের ৩ লক্ষ ৪৬ হাজার ৭০৩ টাকা দিয়ে নতুন পাড়া ১২/৩ নং বুথের হেলথ সাব সেন্টার সংলগ্ন স্থানে একটি রানিং ওয়াটার ট্যাঙ্ক বসানো হয়।
সেই ট্যাঙ্ক থেকে পাইপ লাগিয়ে অবৈধভাবে এক ব্যক্তি ব্যক্তিগত কাজের জন্য বাড়িতে জল নিয়ে যায় বলে এলাকার স্থানীয় মানুষের অভিযোগ। তাদের বক্তব্য এই ওয়াটার ট্যাংকটি পথ চলতি মানুষের জন্য এবং হেলথ সাব সেন্টারের জন্য এখানে বসানো হয়েছে কারো ব্যক্তিগত কাজের জন্য এই জলের ট্যাংটি বসানো হয়নি।
এদিকে যে বাড়িতে পাইপ লাগিয়ে ট্যাংক থেকে জল নিয়ে যায় সেই বাড়ির মালিক তাহেদুল ইসলাম সরকারের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির জল অতিরিক্ত আয়রনের জন্য ব্যবহার করা যায় না তাই তারা ওই জল ট্যাঙ্ককে পাইপ লাগিয়ে বাড়িতে খাওয়ার জলটুকু নিয়ে থাকেন।
অন্যদিক এ ব্যাপারে শালকুমার এক নং গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীবাস রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, ব্যাপারটি আমার জানা নেই এবং লিখিত আকারে আমাকে কেউ অভিযোগ করেনি,যদি কেউ এরকম কাজ করে থাকে তাহলে সেটা তিনি ঠিক করেনি। এখন এই সমস্যার সমাধান কোন দিকে এগোয় সেটাই দেখার।