
আশীষ মন্ডল, বীরভূম : হাজার হাজার বছর ধরে ইউনিফর্ম সিভিল কোড ছাড়া আমরা আছি এবং আগামীতেও থাকতে পারি। এই ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে একটা ধাপ্পা আছে। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বক্তব্য নোবেলজয়ী অমর্ত্য সেনের। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। এদিন এই বিষয়েই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন অমর্ত্য সেন। এর পাশাপাশি তিনি এ বিষয়ে আরও বলেন,হিন্দু রাষ্ট্রের সঙ্গে এর যোগ নিশ্চয়ই আছে। হিন্দু রাষ্ট্র হলে কিছু পথ বন্ধ হবে, কিছু প্রশস্ত হবে। এটা বড় করে ভাবা দরকার। হিন্দু রাষ্ট্র ভারতের একমাত্র এগোবার উপায় নয়। এটাকে অপব্যবহার করা হচ্ছে। তাঁর মতে, এই অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে একটা কঠিন জিনিসকে সহজ করে তোলার চেষ্টা করা হচ্ছে। আমাদের মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে,এর মধ্যে এই বিধি ঠিক নয় বলে দাবি তাঁর। এর পাশাপাশি বিশ্বভারতী নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন অমর্ত্য সেন।