
স্পোর্টস ডেস্ক :
কয়েকদিন আগেই আইপিএলের বাইশগজ থেকে অবসর নিয়েছেন এই তারকা ক্রিকেটার। এবার রজনীতির বাইশগজে নামতে চলেছেন অম্বাতি রায়াডু। এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। সেখানেই চেন্নাই সুপার কিংসের জয়ের পথে অন্যতম প্রধান কারিগড় ছিলেন এই অম্বাতি রায়াডু। চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হওয়ার পরই আইপিএলের মঞ্চ থেকে অবসর নিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এরকপর থেকেই একটা গুঞ্জন শুরু হয়েছিল। অম্বাতি রায়াডু নাকি এবার রাজনীতিতে যোগ দিতে পারে। শেষপর্যন্ত সেই সম্ভাবনাই এবার সত্যি হতে চলেছে।
শোনাযাচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজবনীতিতে এবার যোগ দিতে চলেছেন তিনি। এই মাসেই অন্ধ্রপ্রদেশের মূখ্যমন্ত্রী ওয়াই এস আর জগনমোহন রেড্ডির সঙ্গে সাক্ষাত করেছিলেন অম্বাতি রায়াডু। আর সেটাই যে অম্বাতি রায়াডুর রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা আরও প্রবল করে তুলেছিল, সেটা বলার অপেক্ষা রাখে না। সরাসরি না বললেও সেই অম্বাতি রায়াডুকর মুখে সেই ইঙ্গিতও পাওয়া গিয়েছে। অন্ধ্রপ্রদেশের মানুষের স্বার্থেই এবার কাজ করতে চান এই তারকা ক্রিকেটার। তাঁর এই মন্তব্য যে অম্বাতি রায়াডুর রাজনীতিতে পা রাখার ইঙ্গিত তা বলার অপেক্ষা রাখে না।