
ওঙ্কার ডেস্কঃ অবশেষে কী বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউডের তারকা জুটি। বিয়ের কেনাকাটার ভিডিও পোস্ট করতেই হইচই শুরু সমাজমাধ্যম থেকে সংবাদমাধ্যমেও। এবার কি অঙ্কুশ-ঐন্দ্রিলা বহু বছরের প্রেমে শিলমোহর দেবে বিয়ের মাধ্যমে? ঝলক দেখেই চর্চা শুরু অনুরাগীদের।
অঙ্কুশ-ঐন্দ্রিলা ভিডিও পোস্ট করতেই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। ফেসবুকে ভিডিও পোস্ট করে লেখেন, ‘নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ। সবথেকে লম্বা পথ…..।’ বিয়ের মরশুমেই বিয়ের তোড়জোড় নিয়ে ভিডিও পোস্ট করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। যেখানে দেখা যাচ্ছে তাঁরা দুজনেই বিয়ের বেনারসি,পাঞ্জাবি ইত্যাদি নিয়ে দেখাশোনা করছেন। নীল বেনারসি ও কালো পাঞ্জাবিতে এক ঝলক দেখাও গিয়েছে দুজনকে। ভিডিওতে দেখা গিয়েছে পোশাকশিল্পী অভিষেক রায়কে, সম্ভবত তাঁর ওপরেই রয়েছে পোশাক তৈরির দায়িত্ব। পাকাপাকিভাবে কবে বিয়ের পিঁড়িতে বসছেন প্রেমিক – প্রেমিকা তা এখনও ধোঁয়াশা। তবে দর্শকমহল ও অনুরাগীরা অপেক্ষা করে আছে কবে বিয়ের পিঁড়িতে বসবেন তারকা দম্পতি।